পানির নিচে ওয়াইফাই!
তারবিহীন যোগাযোগের প্রযুক্তি ওয়াইফাই এবার ডাঙ্গা ছেড়ে জলে নামছে! বিষয়টা নিয়ে কাজ করেছেন নিউ ইর্য়েকর বাফেলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা পানির নিচে তারবিহীন যোগাযোগের মাধ্যমে মানসম্মত শেয়ারড নেটওয়ার্ক তৈরি করে একে অন্যের সঙ্গে যোগাযোগ ও ডাটা আদান-প্রদানের কাজ সহজ করার চেষ্টা চালাচ্ছেন।