Outsourcing Training


বর্তমানে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪০ লক্ষ লোকের কর্মসংস্থান প্রয়োজন কিন্তু এর অর্ধেক কর্মসংস্থান ও বাংলাদেশে নেই ।বাংলাদেশে শুধু অনলাইন আউটসোর্সিং করে তার চেয়েও বেশি লোকের কর্মসংস্থান করা সম্ভব!!!

আউটসোর্সিং সেক্টরে দক্ষ ফ্রিল্যান্সার সৃষ্টিকারী প্রতিষ্ঠান

“সম্রাট আইসিটি ইনস্টিটিউট”

*আমাদের ভিশন*

অনলাইন আউটসোর্সিং কে বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্র হিসেবে বহির্বিশ্বে প্রতিষ্ঠা করা ।

***********আমাদের লক্ষ্য****************

যথাযথ প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনার মাধমে আপনাকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে বহির্বিশ্বে আপনার ক্যারিয়ার গড়ে তোলা ।

***********কারা প্রশিক্ষণ নিতে পারবেন***********

আউটসোর্সিং করতে আগ্রহী যে কোন বাক্তি অনলাইনে হাজারও কাজের মধ্যে পছন্দ অনুযায়ী যে কোন প্রশিক্ষণ নিতে পারবেন।

কেন আমাদের নিকট প্রশিক্ষণ নিবেন?

১) আমরা প্রশিক্ষণ শেষে Odesk, Elancer & Freelance এর কান্ট্রি ডিরেক্টরদেরকে দিয়ে সেমিনার করে থাকি এবং প্রশিক্ষণ শেষে কাজ পাওয়ার আগ পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি ।
২ ) অ্যাওয়ার্ড প্রাপ্ত ট্রেইনার দ্বারা প্রশিক্ষণ প্রদান
৩) প্রতিটি স্টুডেন্ট এর জন্য আলাদা কম্পিউটার এর ব্যবস্থা ।
৪) সার্বক্ষণিক নিজস্ব অর্থায়নে বিদ্যুৎ সরবরাহ ।
৫) বাণিজ্যিক নয় আবাসিক মনোরম পরিবেশে প্রশিক্ষণ ব্যবস্থা ।
৬) প্রশিক্ষণ শেষে বাংলাদেশে অ্যাওয়ার্ড প্রাপ্ত ফ্রিল্যান্সারদের সাথে কাজ করার ব্যবস্থা ।
৭) প্রশিক্ষণ শেষে সার্র্টিফিকেট প্রদান ।
৮) প্রশিক্ষণ শেষে “সম্রাট আইসিটি ইনস্টিটিউট” এর নিজস্ব ফ্রিল্যান্সারদের সাথে কাজ করার ব্যবস্থা ।

আমাদের সম্পর্কে

আউটসোর্সিং সেক্টরে দক্ষ ফ্রিল্যান্সার সৃষ্টিকারী প্রতিষ্ঠান “সম্রাট আইসিটি ইনস্টিটিউট”।
সম্রাট আইসিটি ইনস্টিটিউট “সম্রাট আইসিটি লিমিটেড” এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাংলাদেশে আউটসোর্সিং সেক্টরে দক্ষতা উন্নয়ের লক্ষে তরুণ- তরুণীদের বিশ্বময় কাঙ্ক্ষিত ফ্রীল্যান্সিং ক্যারিয়ার গড়তে দেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কয়েকজন প্রথিতযশা ব্যাক্তির অণুপ্রেরণায় অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে চালু হয় “সম্রাট আইসিটি ইনস্টিটিউট”,বাংলাদেশের প্রতিটি জেলায় অনলাইনের মাধ্যমে আয়কে সবার কাছে বিশ্বাস যোগ্য এবং বাস্তব সম্মত করে তুলতে বাংলাদেশে এই প্রথম আমরাই পেশাদারিত্ব এবং ফুল টাইম ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করে যাচ্ছি । সেই সাথে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে হাজার হাজার বাংলাদেশি ফ্রিল্যান্সার ।

অনলাইন আউটসোর্সিং সেক্টরে বাংলাদেশকে ১ নাম্বার ব্র্যান্ড হিসাবে বিশ্বের মাঝে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে “সম্রাট আইসিটি ইনস্টিটিউট” এর একদল তরুন তরুণী দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে । আপনাদের শুভ কামনায় “সম্রাট আইসিটি ইনস্টিটিউট”।

আমাদের বর্তমান প্রশিক্ষণসমূহ

প্রফেশনাল ইমেইল মার্কেটিং
প্রফেশনাল ওয়েব ডিজাইন
প্রফেশনাল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন
প্রফেশনাল ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং
এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট
বেসিক অ্যাপ্লিকেশান কোর্স
প্রফেশনাল অডিও অ্যান্ড ভিডিও এডিটিং

ShareTweet about this on TwitterShare on FacebookShare on LinkedInEmail this to someone

Thursday, January 2, 9:45 pm

Samrat ICT Video Link

Samrat ICT Ltd.

Find us on facebook

<\/body>