বিশেষ সুবিধার ওয়াইফাই ক্যামেরাএবার ছবি তুলে আলাদাভাবে তা ইন্টারনেটে পাঠানোর দরকার নেই। বরং ছবি তুলে ক্যামেরা থেকেই সরাসরি ইন্টারনেটে প্রকাশ করা যাবে। সম্প্রতি এমন একটি ওয়াই-ফাই প্রযুক্তির ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। স্যামসাং ডব্লিউবি২৫০এফ মডেলের এ ক্যামেরায় ছবি তুললে সেটি এভারনোট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ছবিগুলো যেমন ক্লাউডে সংরক্ষণ করা যাবে, তেমনি সরাসরি ইন্টারনেটে প্রকাশ করা যাবে। ছবি সংরক্ষণ করা এবং নোট করার এভারনোট এবার স্যামসাং নিজেই চালু করবে। অনলাইনে তথ্য সংরক্ষণ ও শেয়ার করার জনপ্রিয় অ্যাপস এভারনোট অ্যাপসটি ক্যামেরায় নামিয়ে নিলেই বাকি কাজটুকু করা যাবে। অর্থাৎ, ছবি তোলার পর ব্যবহারকারী ওয়াইফাইয়ের মাধ্যমে ক্লাউড স্টোরেজে ছবি, লেখা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও শেয়ার করতে পারবেন। আর পুরো কাজটির ক্ষেত্রে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কাজটি করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে ক্যামেরা ব্যবহারকারীকে ছবি সংরক্ষণ কিংবা ইন্টারনেটে প্রকাশের ক্ষেত্রে আলাদা করে আর সমস্যায় পড়তে হবে না।
স্যামসাংয়ের একজন মুখপাত্র জানান, উন্নত প্রযুক্তি, উচ্চ রেজ্যুলেশন ও বেশি মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি দীর্ঘদিন ধরেই ইন্টারনেট-সুবিধা যুক্ত করে নতুন কিছু দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে স্যামসাং। এরই অংশ হিসেবে নতুন এই ক্যামেরা তৈরি করা হচ্ছে। নতুন এই ক্যামেরাটির দাম পড়বে ২৫০ ডলার।