প্রফেশনাল এসইও শিখে বদলে নিন নিজেকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(এসইও) সময়ের আলোচিত ডিমান্ডেবল একটি পেশা।এই পেশা আপনাকে বদলে দিতে পারে আপনার কামনার চেয়েও দ্রুত।আপনি অল্প সময়ে প্রচুর আয় করতে পারবেন।বহুজাতিক কোম্পানিগুলো বর্তমানে তাদের ইন্টারনেট মার্কেটিং এর সিংহভাগই খরচ করছে এসইও -র জন্য । এতে প্রতিষ্ঠিত হওয়া খুবই সহজ।তবে প্রয়োজন প্রচুর পরিশ্রম এবং শেখার আগ্রহ। এডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(এসইও) ভাল ভাবে শিখতে আমাদের (সম্রাট আইসিটি ইনস্টিটিউটের) প্রফেশনাল এসইও এক্সপার্ট এর নিকট থেকে শিখে নিতে পারেন এডভান্স এসইও।
ওডেস্ক , ইল্যান্স কিংবা অন্যন্য ফ্রিল্যান্সিং সাইটে অনেক ভালো মানের এস ই ও প্রজেক্ট রয়েছে । রেট যেমনি বেশি , বায়ারও থাকে অনেক সিরিয়াস ,প্রজেক্ট হয় দীর্ঘমেয়াদী , কম্পিটিশন থাকে কম এবং সত্যিকারের এস ই ও এক্সপার্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো কাজ পাওয়া যায়। চিন্তার বিষয় হলো আমাদের এস ই ও এক্সপার্টরা এই ধরনের কাজ পাচ্ছেন না কিংবা করতে পারেন না।
আমরা রিসার্চ করে দেখেছি তার অন্যতম কারন এখানে এস ই ও নিয়ে যথাযথ প্রশিক্ষন , গাইডলাইন ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন ধরনের টুলসের অভাব। তাছাড়াও সত্যিকার অর্থে ভালো মানের প্রশিক্ষকের অভাব রয়েছে। এরই সাথে যুক্ত আছে ট্রেনিং নিয়ে নানা ধরনের প্রতারনা। তাই এডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(এসইও) ভাল ভাবে শিখতে আমাদের (সম্রাট আইসিটি ইনস্টিটিউটের) প্রফেশনাল এসইও এক্সপার্ট এর নিকট থেকে শিখে নিতে পারেন এডভান্স এসইও।